Magrahat: অনেকের কাছ থেকেই টাকা নিয়েছিল মগরাহাটে খুনে অভিযুক্ত, জানালেন এসপি। Bangla News
টাকা ফেরতের টোপ দিয়ে ডেকে পাঠিয়ে সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুকে গুলি করে, গলা কেটে খুনের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট। দুটি গাড়িতে আগুন। পুলিশকে ঘিরে বিক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, ভুসিমালের ব্যবসায়ীর কাছ থেকে জিনিস কেনার জন্য আগাম ৮০ হাজার টাকা দিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার বরুণ চট্টোপাধ্যায় ও তাঁর বন্ধু মলয় মাখাল। জিনিস না দেওয়ায় তাঁরা টাকা ফেরত চান। অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলে দু’ জনকে ডেকে পাঠিয়ে গুলি করে, কুপিয়ে নৃশংসভাবে খুন করে ওই ব্যবসায়ী। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। এ বিষয়ে পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্ত জানে আলম বিল্ডিং মেটিরিয়াল দেওয়ার নামে অনেকের কাছ থেকেই টাকা নিয়েছিল। নিহত অরুণ চট্টোপাধ্যায় ও তাঁর বন্ধু মলয় মাখালের কাছ থেকেও টাকা নিয়েছিল সে। তাঁদের অনেকদিন ধরে ঘোরাচ্ছিল। আজ সেই টাকা ফেরত দেওয়ার নাম করেই তাদের ডেকে এনে খুন করে অভিযুক্ত।