Mahabharat Express: টাটার কারখানা তৈরি হলে সিঙ্গুর কী হতে পারত, আর বাস্তবে সিঙ্গুর কী পেয়েছে?
Continues below advertisement
ABP Ananda LIVE: একটা অতীত আর একটা বর্তমান, একটা জায়গা গমগম করছে, আর একটা জায়গা শুনশান। এক হচ্ছে গুজরাতের সানন্দ আর একটা জায়গা হল পশ্চিমবঙ্গের সিঙ্গুর। এক জায়গার সম্ভাবনা অঙ্কুরেই শেষ হয়ে গেছে আর এক জায়গা সেই সুযোগ লুফে নিয়ে হাজার হাজার যুবক যুবতীর চাকরির ব্যাবস্থা করে দিয়েছে। টাটা কারখানা, যা পশ্চিমবঙ্গের সিঙ্গুর ছেড়ে গুজরাতে সানন্দে চলে গিয়েছিল। সিঙ্গুর যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে হুগলিতে ভোটের আগে এবিপি আনন্দর মহাভারত এক্সপ্রেস সানন্দে। টাটাদের ন্যানো কারখান যা রয়েছে গুজরাতে সানন্দে,পশ্চিমবঙ্গে হুগলির সিঙ্গুরে নয়। টাটাদের ন্যানো কারখানায় জমি অধিগ্রহনকে কেন্দ্র করে রাজনৈতিক আন্দোলনে উত্তাল হয়েছিল রাজ্য। টাটারা কারখানা গুটিয়ে চলে আসেন গুজরাতের এই সানন্দে। তারপর থেকেই এই গোটা বিষয়টা ইতিহাস।
Continues below advertisement