Maheshtala Cylinder Blast: মহেশতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, উড়ে গেল তিনতলা বাড়ির একাংশ
ABP Ananda Live: সাতসকালে মহেশতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় তিনতলা বাড়ির একাংশ উড়ে যায়। ভেঙে যায় আশেপাশের বাড়ির জানলার কাচ। ঘটনায় আহত বাড়ির মালিক সহ ৫ জন।
প্রথমে জানালা দিয়ে বেরিয়ে এল আগুনের শিখা। তারপর বিকট শব্দে বিস্ফোরণ। চোখের সামনে উড়ে গেল বহুতলের তিনতলার ব্য়ালকনি। ইট, কংক্রিট টুকরো লেগে আহত হলেন বাড়ির মালিক অজয়কুমার ঢাল সহ ৫ জন। এমনকী ভেঙে গেল পাশের কয়েকটি বাড়ির কাচও। শুক্রবার, সকালে মহেশতলা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের গোপালপুরের সরকারপাড়ায় এই ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। মহেশতলায় বহুতলে আগুন-বিস্ফোরণ নেপথ্যে কী কারণ? আগুন নেভাতে ঘটনাস্থল আসে, দমকলের তিনটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় ঢুকতে বেগ পেতে হয় দমকলের ইঞ্জিনগুলিকে। ঘটনাস্থলে আসে পুলিশ, আসেন স্থানীয় কাউন্সিলর দীপিকা দত্ত। ঘটনায় বাড়ির মালিক-সহ দুজন হাসপাতালে চিকিৎসাধীন।