Maheshtala Cylinder Blast: মহেশতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, জখম হন ৪ জন, আশঙ্কাজনক অবস্থা ২ জনের

Continues below advertisement

ABP Ananda LIVE: সাতসকালে মহেশতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ(mahestala cylinder blast)। জখম হন ৪ জন, ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতায় চারতলা বাড়ির একাংশ উড়ে গিয়েছে। ভেঙে গিয়েছে আশেপাশের বাড়ির জানলার কাচ। দমকলের ৩টি ইঞ্জিন একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। ধূপ জ্বালানোর সময় আগুনের ফুলকি ছিটকে সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে দাবি।

NEET-দুর্নীতির অভিযোগে বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে নোটিস জারি করল সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ। ২৪ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫৬৩ জনকে গ্রেস মার্ক। ৭২০-র মধ্যে ৭২০ পেয়ে প্রথম স্থানে ৬৭ জন। প্রশ্ন ফাঁসের পাশাপাশি, উঠেছে পরীক্ষায় কারচুপির অভিযোগ। ডাক্তারিতে ভর্তির অভিন্ন প্রবেশিকা NEET-এর ফল প্রকাশের পরই তুঙ্গে উঠেছে বিতর্ক। দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টে জমা পডেছে একাধিক আবেদন। শুক্রবার সেই সব আবেদনের শুনানি হয় বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার অবকাশকালীন বেঞ্চে। NTA এবং অন্য আদালতে মামলাকারীদের নোটিস জারি করে সর্বোচ্চ আদালতের নির্দেশ, ২ সপ্তাহের মধ্যে দিতে হবে উত্তর। গত ৪ জুন, লোকসভা ভোটের ফল প্রকাশের দিন NEET-এর ফল প্রকাশ করে পরীক্ষা নিয়ামক সংস্থা NTA. তারপরই দানা বাঁধে বিতর্ক।সুপ্রিম কোর্ট সহ একাধিক হাইকোর্টে দায়ের হয় মামলা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram