MP Allowance: একজন সাংসদের সরকারি খরচ কত ? জানলে অবাক হবেন
MP Allowance: লোকসভায় মোট সাংসদের সংখ্যা ৫৪৩। এই সাংসদরা মাসে ১ লক্ষ বেতন পান। মূল্যবৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে ২০১৮ সালে সাংসদদের বেতন বৃদ্ধি হয়। এর পরই একধাক্কায় সাংসদদের বেতন ১ লক্ষ বলে ঠিক হয়। এর পাশাপাশি, নিজের সংসদীয় এলাকায় দফতর চালানো থেকে অন্য়ান্য খরচ বাবদ ৭০ হাজার টাকা মেলে। এর পাশাপাশি, মাসে আরও ৬০ হাজার টাকা ভাতা পান। সংসদে অধিবেশন চলাকালীন দৈনিক ২০০০ টাকা খরচ মেলে। মোবাইল ফোন এবং ইন্টারনেট বাবদ বছরে ১ লক্ষ ৫০ হাজার টাকা পান সাংসদরা। সপরিবারে বছরে ৩৪টি অন্তর্দেশীয় বিমানযাত্রা একেবারে বিনামূল্যে পান সাংসদরা। সরকারি কাজ হোক বা ব্যক্তিগত কাজ, ট্রেনের প্রথম শ্রেণিতে বছরভর বিনামূল্যে যাতায়াতের সুবিধা পান। সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে গাড়ির মাইলেজ অনুযায়ী খরচ চাইতে পারেন। বছরে ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ এবং ৪ হাজার কিলোলিটার জল বিনামূল্যে পান সাংসদরা।
সাংসদ নির্বাচিত হলে সরকারি বাংলোও পান সাংসদরা। পাঁচ বছরের জন্য ওই বাংলোয় নিখরচায় বসবাস করেন তাঁরা। অভিজ্ঞতার নিরিখে বাংলো, ফ্ল্যাট বা হস্টেলের গুণমান ঠিক হয়। কোনও সাংসদ যদি সরকারি বাংলো না গ্রহণ করেন, সেক্ষেত্রে মাসে ২ লক্ষ টাকা পাওয়া যায়। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পেরও অধিকারী সাংসদ এবং তাঁদের পরিবারের লোকজনরা। সরকারি, বেসরকারি হাসপাতালে নিখরচায় চিকিৎসা করাতে পারেন। সংসদে পাঁচ বছরের মেয়াদ পূরণ হলে, মাসে ২৫ হাজার টাকা পেনশন মেলে। যত বাড়তি সময় পদে থাকবেন, তার মধ্যে প্রতি এক বছরের নিরিখে আরও ২০০০ টাকা করে মেলে।ABP Ananda Live