Panchayat Election: কয়লা পাচারকাণ্ডে ফের হাজিরা এড়ালেন মলয় ঘটক
Continues below advertisement
কয়লা পাচারকাণ্ডে ফের হাজিরা এড়ালেন মলয় ঘটক। দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা এড়ালেন মলয় ঘটক। 'পঞ্চায়েত ভোটের ব্যস্ততার জন্য যাওয়া সম্ভব নয়', ইডিকে চিঠি মলয় ঘটকের, খবর সূত্রের। কয়লা পাচারকাণ্ডে ফের দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা এড়ালেন মলয় ঘটক। ইডি সূত্রে খবর, চিঠি পাঠিয়ে মন্ত্রী জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। তাই ব্যস্ততার জন্য যেতে পারছেন না। ইডি সূত্রে খবর, আদালতের নির্দেশ মেনেই মলয় ঘটককে ১৫ দিন সময় দিয়ে তলব করা হয়েছিল। এটা আদালত অবমাননার সামিল বলে মনে করছে ইডি।বিষয়টি আদালতে জানানো হবে এবং পরবর্তীকালে মলয় ঘটককে কয়লা পাচার মামলায় ফের তলব করা হবে বলে ইডি সূত্রে খবর। এর আগে মলয় ঘটককে একাধিকবার তলব করে ইডি। একবারই মাত্র ইডি (ED) দফতরে হাজিরা দেন তিনি।
Continues below advertisement
Tags :
Clash Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Live Panchayatelection Cpm ABP Ananda Bengali News Isf Wbpanchayatelection Wbpanchayatpoll ManoranjanByapari