Kalipuja 2021: গোবরজন্নার সম্প্রীতির কালীপুজোয় জড়িয়ে ভবানী পাঠকের স্মৃতি| Bangla News

Continues below advertisement

বাংলা সাহিত্যের জনপ্রিয় ডাকাত চরিত্র ভবানী পাঠকের নামের সঙ্গেই মানুষের মনে চিত্রিত হয় শক্তির আরাধনার কথা। মালদার গোবরজন্নার কালীপুজোও খ্যাত ভবানী পাঠকের ডাকাত কালীর পুজো রূপেই। সাড়ে তিনশো বছরের এই ঐতিহাসিক পুজো কালের নিয়ম ভেঙে পরিণত হয়েছে হিন্দু-মুসলিম সম্প্রীতির উৎসবে। দীর্ঘদিন ধরে ডাকাতরা এই পুজো করত বলে শোনা যায়। পরবর্তীতে মুসলিম ও ব্রিটিশ আমলেও একই প্রথায় পুজো হত। বর্তমানে গ্রামের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা এই পুজো করে আসছে। ভোগ হিসাবে বাতাসা, অন্ন ভোগ দেওয়া হয়। ছাগ ও মোষ বলির প্রথাও চালু রয়েছে। কথিত আছে, ভবানী পাঠক কালিন্দী নদী দিয়ে পূর্ববঙ্গের ডাকাতির উদ্দেশ্যে যেতে গিয়ে মালদার পুখুরিয়া থানার আড়াই ডাঙ্গা এলাকার নদীর ধারে তাঁর বজরা থামান। স্বপ্নাদেশ পান মা কালীর। তারপরেই কালিন্দী নদীর মাটি ও গোবর দিয়ে মূর্তি তৈরি করে এই পুজোর প্রচলন করেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram