Malda: কালিয়াচক সীমান্তে BSF-এর গুলিতে নিহত বাংলাদেশি | Bangla News

Continues below advertisement

মালদার (Malda) কালিয়াচকে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে বিএসএফ (BSF) সূত্রে দাবি।  গতকাল রাত ১টা ৪০ নাগাদ নওদা এলাকায় ওই ঘটনা ঘটেছে। বিএসএফ সূত্রে দাবি, সীমান্তরক্ষীদের টহলদারি দলের চোখে পড়ে, বাংলাদেশের দিক থেকে ১০-১২ জন সীমান্তের এপারে  প্রায় ১ হাজার ২০০ মিটার ঢুকে এসেছে। অভিযোগ, বিএসএফ জওয়ানরা আটকালে আচমকাই তারা পাথর ছুড়তে শুরু করে। তাদের হাতে ধারাল অস্ত্র ছিল বলেও অভিযোগ। বিএসএফ কর্তৃপক্ষের দাবি, এরপরই জওয়ানরা আত্মরক্ষার জন্য এক রাউন্ড গুলি চালায়।  এক ব্যক্তির পেটে গুলি লাগে। বাকিরা গোলমালের মধ্যে পালিয়ে যায়। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করেন। বিএসএফ সূত্রে দাবি, মৃত ব্যক্তি বাংলাদেশের (Bangladesh) নাগরিক। বাড়ি নবাবগঞ্জে। ঘটনাস্থল থেকে দেড়শো বোতল মাদক হিসেবে ব্যবহার করা হয় এমন কাফ সিরাপ উদ্ধার হয়েছে বলে দাবি। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-কেও বিষয়টি জানানো হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram