TMC News: পুরাতন মালদায় সরকারি রাস্তার শিলান্যাস নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘাত।
ABP Ananda live: পুরাতন মালদায় সরকারি রাস্তার শিলান্যাস নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘাত। ৫ দিনের ব্যবধানে একই রাস্তার দু’-দু’বার শিলান্যাস হল। রাস্তা নিয়ে রাজনীতি হচ্ছে, এই দাবিতে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও রাস্তা তৈরির কৃতিত্ব কার, তা নিয়ে শাসক-বিরোধী টানাপোড়েন অব্যাহত। বীরভূম লোকসভা জয়ের পর, সাঁইথিয়ায় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। বনগ্রাম পঞ্চায়েতের দলেরই উপপ্রধানের বিরুদ্ধে । ৬৬ বিঘা খাস জমি দখল করা ও পঞ্চায়েতের তহবিল তছরুপের । অভিযোগ তুললেন তৃণমূল পঞ্চায়েত সদস্যদের একাংশ। বিক্ষুব্ধরা চিঠি দিয়েছেন জেলাশাসক ও সাঁইথিয়ার BDO-কে। তাঁদের অভিযোগ, ৬৬ বিধা সরকারি জমি একা দখল করে চাষ করছেন তৃণমূল উপপ্রধান। দলের নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানছেন । তৃণমূলের অঞ্চল সভাপতিও। যদিও দলের একাংশের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল উপপ্রধান। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি।