Malda Medical Agitation: অস্থায়ী কর্মীদের বিক্ষোভে উত্তপ্ত মালদা মেডিক্যাল কলেজ

Continues below advertisement

মালদা মেডিক্যাল কলেজ (Malda Medical College) হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। ১৭৭ জন অস্থায়ী কর্মীকে ১ অগাস্ট থেকে হাসপাতালে কাজে আসতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ করেছেন তাঁরা।  সূত্রের দাবি, হাসপাতালের তহবিলে টান পড়ায় এই পদক্ষেপ। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। তাঁদের দাবি, কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। 

নিয়মিত বেতন-সহ একাধিক দাবি নিয়ে চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের কার্যত কর্মবিরতি। তার জেরেই চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিক্যালে পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ করেছেন রোগীর পরিজনরা। হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করে নেন কর্মীরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram