Malda News:মালদার ইংরেজবাজারে সোনার দোকানে লুঠ,প্রায় ২ লক্ষ টাকার সোনাদানা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা

Continues below advertisement

ABP Ananda LIVE: মালদার ইংরেজবাজারে (malda ) সোনার দোকানে লুঠ। প্রায় ২ লক্ষ টাকার সোনাদানা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ স্বর্ণ ব্যবসায়ীর। CC ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা।গতকাল সকালে বিষয়টি নজরে আসে ইংরেজবাজারের চণ্ডীপুরের বাসিন্দাদের। অভিযোগ, রাতে গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। পঞ্চায়েত অফিসের নাকের ডগায় অবাধে চলে লুঠপাট। ৪-৫ দিন আগে এই এলাকায় একটি পাইপের দোকানে চুরি হয়। কেউ ধরা পড়ার আগেই এবার সোনার দোকানে লুঠের অভিযোগ। নিরাপত্তা নিয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

টানা বৃষ্টিতে জল থইথই জলপাইগুড়ি। এবার করলা নদীর জল ঢুকল শহরে। প্লাবিত জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড। নিচ মাঠ ও পরেশ মিত্র কলোনি এলাকায় ঘরে ঘরে জল, জলবন্দি বহু মানুষ। করলা নদী লাগোয়া দিনবাজার এলাকায় হাঁটু-সমান জল। মাছ বাজার, পাইকারি বাজারে জল ঢোকায় সেতুর ওপরে বসে চলছে বেচাকেনা। একাধিক দোকান জলমগ্ন হয়ে পড়ায় মজুত জিনিস নষ্টের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কবে জল নামবে, তা নিয়ে চিন্তায় জলপাইগুড়ির বাসিন্দারা। অন্যদিকে, পাহাড়ে টানা বৃষ্টিতে কালিম্পঙের তিস্তাবাজার এলাকা জলমগ্ন। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তার জল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram