Malda News: আইসক্রিমের ফ্রিজারে মৃতদেহ! ফ্রিজ থেকে উদ্ধার আইসক্রিমের গুদামের গাড়ি চালক

Continues below advertisement

আইসক্রিমের ফ্রিজারে মৃতদেহ! পুরাতন মালদার ১৯ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য। ফ্রিজ থেকে উদ্ধার আইসক্রিমের গুদামের গাড়ি চালক। মৃত মৃণালকান্তি বসু বনগাঁর বাসিন্দা। ৭ বছর ধরে আইসক্রিমের গুদামে গাড়ি চালকের কাজ করতেন মৃণালকান্তি বসু। ঘটনা ঘিরে ঘনীভূত রহস্য, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু পুলিশের ।                 

গোডাউনের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে অনেক ডাকাডাকি করলে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। অবশেষে পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে অনেক খোঁজাখুঁজি করার পর মৃতদেহ পাওয়া যায় ফ্রিজারের ভিতরে। তাও আবার উলঙ্গ অবস্থায়। এমনই চালঞ্চল্যকর ঘটনা ঘটেছে পুরনো মালদার মঙ্গলবাড়ী বাচামারি মোড় এলাকায়। রহস্যজনকভাবে উলঙ্গ অবস্থায় আইসক্রিমের ফ্রিজার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে মালদা থানার পুলিস।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram