Malda News: 'অনুরোধ সত্ত্বেও কেউ আসেনি, বাধ্য হয়েই খাটিয়ায় স্ত্রীকে নিয়ে যাই', মন্তব্য শোকাহত স্বামীর

Continues below advertisement

মালদায় ফের কালাহান্ডির ছায়া। জলপাইগুড়ি, কালিয়াগঞ্জের পর এবার বামনগোলা। ৫ কিলোমিটার রাস্তা বেহাল। তাই রোগিণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ ফিরিয়েছে অ্যাম্বুল্যান্স, এমনকী টোটোও। ফলে খাটিয়ায় তুলে কাঁধে করে
নিয়ে যেতে হয় বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে মোদিপুকুরের সরকারি হাসপাতালে। চিকিৎসক দেখে মৃত ঘোষণা করেন বামনগোলার মালডাঙা গ্রামের ২৪ বছরের গৃহবধূ মামণি রায়কে। গতকাল এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবার সূত্রে খবর, বুধবার জ্বর আসে গৃহবধূর। গতকাল মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক।


স্থানীয়দের দাবি, বর্তমানে তৃণমূল পরিচালিত গোবিন্দপুর-মহেশপুর গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় পাকা রাস্তা চেয়ে বারবার পথ অবরোধ হয়েছে। তাতে কাজ হয়নি। বামনগোলার মালডাঙা থেকে আইগনতারা পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা এখনও মাটির। আর তার জন্যই কার্যত বিনা চিকিৎসায় বেঘোরে প্রাণ হারালেন তরুণী গৃহবধূ। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram