Malda News: মালদার রতুয়া ও মানিকচকে শুরু হয়েছে গঙ্গা-ভাঙন, গ্রামবাসীদের ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক

Continues below advertisement

ABP Ananda Live: মালদার রতুয়া ও মানিকচকে শুরু হয়েছে গঙ্গা-ভাঙন। রতুয়ায় ভাঙন দেখতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে মেজাজ সপ্তমে চড়ল তৃণমূল বিধায়কের। দুর্গতকে গ্রেফতারের নির্দেশও দিলেন। পরিস্থিতি সামাল দিলেন মহকুমা শাসক। অন্যদিকে, মানিকচকে গঙ্গার ভেঙে প্লাবিত ভূতনির কেশরপুর এলাকা। বানভাসি হওয়ার আশঙ্কা গ্রামবাসীদের। মানিকচকেও পাড় ভাঙছে গঙ্গার। অস্থায়ী রিং বাঁধ ভেঙে শনিবার রাত থেকে জল ঢুকতে শুরু করেছে ভূতনির কেশরপুর এলাকায়। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। রবিবার প্রশাসনিক কর্তা ও সেচ দফতরের আধিকারিকদের নিয়ে ভাঙন পরিদর্শনে যান রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। তাঁদের সামনে সমস্যার কথা তুলে ধরেন গ্রামবাসীরা। আর তখনই মেজাজ হারান তৃণমূল বিধায়ক। ভাষার সংযমও হারিয়ে ফেলেন তিনি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram