Malda News: 'আগামী বিধানসভায় জোরদার খেলা হবে', আইসি-কে পাশে বসিয়ে এ কী বললেন শাসক নেতা ?| ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'আগামী বিধানসভায় জোরদার খেলা হবে' 'ফুটবল মাঠের মতো সেখানে রেফারি বা লাল কার্ড থাকবে না''নিজের নিজের মতো করে তৈরি হোন''খেলাতে দেখা যায় বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে''পায়ে মারলে রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়'হরিশ্চন্দ্রপুরে আইসি-কে পাশে বসিয়ে দলীয় কর্মীদের নির্দেশ শাসক নেতার । দলীয় কর্মীদের নির্দেশ হরিশ্চন্দ্রপুর ১-এর তৃণমূল ব্লক সভাপতি জিয়াউর রহমানের । 'পুলিশ তো ওঁদেরই, আজ পুলিশকে বোমা মারছেন, পুলিশ পালাচ্ছে' । 'এই যদি পুলিশ হয় তাহলে পুলিশের ওপর ভরসা কীভাবে করব ?', পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের
শান্তিপুর-কাণ্ডে ক্ষুব্ধ সরকার, আজকের মধ্যেই রিপোর্ট তলব
শান্তিপুর-কাণ্ডে ক্ষুব্ধ সরকার, আজকের মধ্যেই রিপোর্ট তলব । আজকের মধ্যেই CMOH-এর রিপোর্ট তলব স্বাস্থ্য সচিবের: সূত্র । 'যা ঘটেছে, তা ঠিক হয়নি, শোকজ করা হবে অভিযুক্তদের'ঠিক কী হয়েছে শান্তিপুর হাসপাতালে? CMOH-এর রিপোর্ট তলব । অসুস্থ শিশু বমি করে ফেলার শাস্তি, পরিষ্কার করতে হল বাবাকে! । শান্তিপুর হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের চূড়ান্ত অবমানবিক আচরণ! । ৫ বছরের অসুস্থ শিশু বমি করে ফেলায় 'শাস্তি' । শিশুর বাবাকে দিয়ে পরিষ্কার করানো হল শিশুর বমি! । বাবাকে দিয়ে শিশুর বমি পরিষ্কারের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল । লিখিত অভিযোগ দায়ের, খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল সুপারের । 'হাসপাতালে পর্যাপ্ত সাফাই কর্মী নেই' । 'শিশুর বাবা নিজেই বমি পরিষ্কার করে দেবেন বলেছিলেন'
বিতর্কের মুখে দাবি অভিযুক্ত ডাক্তারের । সাফাই কর্মী নেই বলে অসুস্থ শিশুর বাবাকে দিয়েই সাফাইয়ের কাজ!