Malda News: মহিলাকে থানায় ডেকে হেনস্থা, অভিযুক্ত ইংরেজবাজার থানার ASI
ABP Ananda Live: চুরির অভিযোগে থানায় ডাকা হয়েছিল। সেখানেই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি। এক মহিলাকে থানায় ডেকে হেনস্থার অভিযোগ। অভিযুক্ত ইংরেজবাজার থানার ASI । শুধু থানায় নয় রাস্তাঘাটে মহিলাকে হেনস্থার অভিযোগ।
অপরাধীদের থেকে ২ পা এগিয়ে থাকতে হবে। এবং অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে উপযুক্ত তথ্য-প্রমাণের সাহায্যে বিচার প্রক্রিয়াকে দ্রুত করতে হবে। গরিব মানুষদের আইনের ওপর আস্থা তৈরি করা ও অল্প সময়ের মধ্যে ন্যায় বিচার পাইয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করে বার্তা দিলেন অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অপরাধের চরিত্র দ্রুত বদলাচ্ছে। অপরাধকে রুখতে অপরাধীদের থেকে ২ পা এগিয়ে থাকতে হবে।রবিবাসরীয় সকালে রাজারহাটে অত্যাধুনিক সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করলেন অমিত শাহ। সেখান থেকে অপরাধের গ্রাফ নিম্মমুখী করতে বেশ কিছু পদক্ষেপের কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি, দেশের আইন ব্যবস্থা সংস্কার নিয়ে কেন্দ্রের বেশ কিছু উদ্যোগের কথাও তুলে ধরেন।