Ratua: উনি ঠিকই বলছেন, রতুয়ায় মাটি কাটা প্রসঙ্গে বিধায়কের পাশে মালদা জেলা তৃণমূল সভাপতি ।Bangla News
মালদায় বালি মাফিয়ার দৌরাত্ম্য নিয়ে পুলিশকেই কাঠগড়ায় তুললেন তৃণমূলের বিধায়ক। রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের অভিযোগ, বালি মাফিয়াকে মদত দিচ্ছে রতুয়া থানার আইসি। টাকা নিয়ে মদত দেওয়া হচ্ছে। চাঞ্চল্যকর এই অভিযোগ করে তাঁর দাবি, এভাবে চললে ফুলহার নদীর বাঁধ ভেঙে পড়বে। বিধায়ক জানান, তিনি জেলাশাসক, পুলিশ সুপার থেকে এডিজি-র কাছে অভিযোগ জানিয়েছে। যদি তাতে কাজ না হয় তাহলে মুখ্যমন্ত্রীকে জানাবেন। যদিও মালদার পুলিশ সুপার অমিতাভ মাইতির দাবি, পুলিশ কোনও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয়।
আমি এখনও তদন্ত করে দেখিনি। আমি এলাকার বিধায়কের সাথে কথা বলল। ওনার বাড়ি নদীপাড় সংলগ্ন এলাকায় উনি যা বলছেন ঠিকই বলছেন মনে করি। বললেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি।
সারা জেলা জুড়ে নদীপাড় থেকে মাটি ও বালি কেটে বিক্রি হচ্ছে এবং এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত তৃণমূল আশ্রিত দূস্কৃতীরা, মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি।