Mamata: 'ভিক্ষে নয়, চাইছি ঋণ, তৃণমূলকে ভোট দিন' ত্রিপুরায় মমতা
'ডবল ইঞ্জিন ভয় দেখালে, চুপ করে যেখানে ভোট দেওয়ার দেবেন'। 'ভোটের পর আবার আসব, ডবল, না সিঙ্গল ইঞ্জিন সরকার হয়, দেখব'। 'রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পারলে, ইডি-সিবিআই ঢোকাচ্ছে'। 'এলআইসি ডুবে গেলে, টাকা ফেরত পাবেন তো?'। 'তৃণমূল (TMC) এখন মহীরুহ, অত সহজে তাকে পিষে ফেলা যাবে না'। 'দেখুন ২০২৪-এ কী হয়, ডবল ইঞ্জিন, না সিঙ্গল ইঞ্জিন, না মানুষের ইঞ্জিন'। 'ভিক্ষে নয়, চাইছি ঋণ, তৃণমূলকে ভোট দিন' ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।