Mamata Banerjee: '২ ঘণ্টা লাইট বন্ধ করে জিতে নিয়েছেন, আমায় হারিয়ে দিয়েছেন', বিধানসভায় 'ক্ষোভ' মমতার
Continues below advertisement
নন্দীগ্রামে (Nandigram) হার নিয়ে বিধানসভায় (Assembly) শুভেন্দুকে (Suvendu Adhikari) নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। 'নন্দীগ্রামের ঘটনা ভুলে গেছেন? ২ ঘণ্টা লাইট বন্ধ করে জিতে নিয়েছেন, আমায় হারিয়ে দিয়েছেন', বিধানসভায় ভোট-সন্ত্রাস নিয়ে বিজেপির মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর। 'তৃণমূলকে খালি গালি দিচ্ছেন, অথচ যারা পঞ্চায়েতকে কলুষিত করেছে, তাদের কথা বলেননি। যিনি শেষে বললেন, তিনি আগে এই দলেই ছিলেন', বিধানসভায় মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে শুভেন্দুর নেতৃত্বে ওয়াকআউট বিজেপির।
Continues below advertisement