Mamata Banerjee: 'পায়ে ধরে ক্ষমা না চাইলে মানি না', মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষে মিনাখাঁর বিধায়ক!
তৃণমূল নেত্রীর রোষে মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল। সভায় না আসায় মিনাখাঁর বিধায়ক ও তাঁর স্বামীকে নিশানা মমতার। 'তৃণমূলের বিধায়ক হয়ে সভায় না আসলে তাঁর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। আপনাকে নিয়ে দল চলবে না। পায়ে ধরে ক্ষমা না চাইলে ঊষারানি মণ্ডলকে আমরা মানি না। বিজেপির সঙ্গে যাঁরা আঁতাঁত করে তাঁদের আমরা মানি না', হাড়োয়ার সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের।