Mamata Banerjee: 'পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে', বললেন মুখ্যমন্ত্রী

Continues below advertisement

ABP Ananda LIVE: '৫৯ লক্ষ মানুষকে কাজ করে পয়সা দেয়নি'। 'গরিব মানুষদের বঞ্চিত করেছে'। ' পাগড়ি পরা দেখলেই বলছে খালিস্তানি'। ' বিজেপি (BJP) আমাদের অনুকরণে পরিবারের একজনকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা বলছে'। 'পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে'। ১০০ দিনের কাজ নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAmamta Banerjee)। 'বাঁকুড়া(Bankura) -বিষ্ণুপুরে (Bishnupur) দুটি আসনে বিজেপি জিতেছে. তারপরে আর কী দেখেছেন ?' 'ভোটের আগে এরা আবার আসবে, নানারকম প্রতিশ্রুতি দেবে'। '  নির্বাচনের আগে যারা হঠাৎ করে কৃষকদের বাড়িতে চাল কিনতে যাচ্ছে পরে আর তাদের খুঁজে পাওয়া যাবে না'। ' আগামীদিনে ঘরে ঘরে রেশন পাবেন, জল পাবেন'। 'নির্বাচনের আগে কিছু লোক ভুল বোঝায়, সেই চক্রান্তে পা দেবেন না'। ' আমরা ২৮ লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দিই'। 'বিজেপিশাসিত রাজ্যে আদিবাসীদের ওপর অত্যাচার হয়'। 'দুয়ারে সরকারে গিয়ে সমস্যার কথা জানাবেন'। 'নির্বাচনে এলে বিজেপি সাজানো নাটক করে'। 'সিঙ্গুর, নন্দীগ্রাম তাদের মতো. গুলিয়ে দিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করবেন না'। ' প্রত্যেক জায়গার আলাদা চরিত্র থাকে, গুলিয়ে দিয়ে লাভ হবে না'। 'খারাপ কাজ যারা করে, খারাপ কথা যারা বলে তাদের কথা শুনবেন না'। 'শীত-গ্রীষ্ম-বর্ষা তৃণমূল সরকারই ভরসা'।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram