Sandeshkhali Incident: 'আপনাদের জমি কেউ কেড়ে নিতে পারবে না', আশ্বাস মুখ্যমন্ত্রীর; সন্দেশখালিতে জমি ফেরত

সন্দেশখালিতে উঠছে জমি দখলের ভুরিভুরি অভিযোগ। এই অবস্থায় আজ মুখ্যমন্ত্রী বলেন, আদিবাসী বন্ধুদের বলব নিশ্চিন্তে থাকুন আপনাদের জমি কেউ কেড়ে নিতে পারবে না। এদিনই সন্দেশখালি দু-নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, এখনও পর্যন্ত একশো তিরিশ জনের জমি ফেরত দেওয়া হয়েছে। এরমধ্যেই তড়িঘড়ি শুরু হয়েছে আয়লায় ক্ষতিগ্রস্ত সেতু মেরামতির কাজও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola