Sandeshkhali Incident: 'আপনাদের জমি কেউ কেড়ে নিতে পারবে না', আশ্বাস মুখ্যমন্ত্রীর; সন্দেশখালিতে জমি ফেরত
সন্দেশখালিতে উঠছে জমি দখলের ভুরিভুরি অভিযোগ। এই অবস্থায় আজ মুখ্যমন্ত্রী বলেন, আদিবাসী বন্ধুদের বলব নিশ্চিন্তে থাকুন আপনাদের জমি কেউ কেড়ে নিতে পারবে না। এদিনই সন্দেশখালি দু-নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, এখনও পর্যন্ত একশো তিরিশ জনের জমি ফেরত দেওয়া হয়েছে। এরমধ্যেই তড়িঘড়ি শুরু হয়েছে আয়লায় ক্ষতিগ্রস্ত সেতু মেরামতির কাজও।
Tags :
Mamata Banerjee CPM News TMC News CALCUTTA HIGH COURT Sandeshkhali Chaos Sandeshkhali Incident Sandeshkhali Update Nirapada Sardar Sk Shahjahan