Mamata Banerjee: আজকের ধর্না আমরা রাজ্য সরকার নয় বরং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি:মমতা
Continues below advertisement
পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে দু’দিনের ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে আজ বেলা ১২টা থেকে কাল সন্ধে পর্যন্ত ধর্না চলবে। মুখ্যমন্ত্রীর ধর্না চললেও, সচল রাখা হবে রেড রোড। আম্বেদকর মূর্তির সামনে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। এখানেই ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূল মঞ্চের দু’পাশে তৈরি করা হয়েছে দুটি অস্থায়ী ছাউনি। সেখানে অন্যদের বসার ব্যবস্থা করা হয়েছে।
Continues below advertisement