Mamata Banerjee: 'চাকরি দেয়নি, বরং বেকার বাড়িয়েছে বিজেপি', সাঁইথিয়ার সভা থেকে তোপ মমতার
'আলিবাবা তার ৪০ চোর। বিজেপির ২ জন নেতা মধুবাবু বিধুবাবু। দেশটাকে বিক্রি করে দিচ্ছে, আমি বলছি না অর্থমন্ত্রীর স্বামী যদি বলে, এই দেশে আর ভোট হবে না। সব লুঠ করে নিয়েছে। আপনাদের নাকি গ্য়াস দিচ্ছে বিনা পয়সায়? পাচ্ছেন? মিথ্যেবাদী, জুমলাবাজ। ক্য়ায়া শরম কা বাত। ১০০ দিনের কাজের টাকা দেয়নি। ৩ বছর টাকা আটকে রেখে দিয়েছে। বিজ্ঞাপন দিচ্ছে। পাল্টে দিন, বদলে দিন। যা কথা দিতে পারব না, আমি তা বলি না। দিল্লিতে সব টাকা বন্ধ করে দিয়েছে। বিনা পয়সায় চাল দিচ্ছে মোদি, চাল দিচ্ছ না কাঁকড়। ভেবেছিল রেশন বন্ধ করে দেবে। আমরা ওদের ভোট বন্ধ করে দেব। ভোট আটকে দেব। নিজের ছবি লাগায় সব জায়গায়। চাকরি তো দেয়নি বেকার বাড়িয়েছে।', বিজেপিকে আক্রমণ মমতার
Tags :
Mamata Banerjee Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News