Mamata Banerjee: শপথ-সংঘাত নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর
West Bengal News: শপথ-সংঘাত নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। 'মন্ত্রীদের শপথ রাজভবনে হয়, বিধায়কদের শপথ সাধারণত বিধানসভায় হয়'। 'আমি বলব, লাইনে চলুন, বেলাইন হবেন না'। 'আপনি কোনও রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করতে পারেন না'। 'আপনার বিরুদ্ধে পেনাল্টি কে দেবে?''৫০০ টাকা করে পেনাল্টি করছেন, এটা তো ব্রিটিশ আইন'। 'আপনার কি টাকার খুব প্রয়োজন? জলপানির জন্য টাকার প্রয়োজন? 'বলতে পারেন, ব্যবস্থা করে দেব'। 'রাজভবন সিলেক্টেড, বিধানসভা ইলেক্টেড'।'যদি শপথ নিয়ে আপত্তি থাকে, তাহলে বিধানসভায় উপস্থিত থাকতে পারতেন'। 'যাঁরা খুনি, ডাকাত, NEET কেলেঙ্কারিতে যুক্ত, তাঁদের পেনাল্টি হয় না', 'আমরা বিত্তবান হতে চাই না, আবেগবান হতে চাই'। 'অধ্যক্ষ ৪ বিধায়কে শপথবাক্য পাঠ করিয়ে সঠিক কাজ করেছেন'। 'বিধানসভার রুলস অনুযায়ী কাজ করেছেন অধ্যক্ষ', 'রাজ্যপাল নতুন বিধায়কদের প্রতি বঞ্চনা করেছেন, ডিক্টেটরশিপ অ্যাপ্লাই করা যায় না'। 'হেলেও নয়, ঢোড়াও নয়, নড়েও না, চড়েও না'। বিধানসভায় রাজ্যপালের উদ্দেশে মন্তব্য মুখ্যমন্ত্রীর।