Mamata Banerjee: 'সরকার আগে থেকে সব জানলে, কেন ছাত্রছাত্রীদের ফেরানো হল না?', কেন্দ্রকে নিশানা মমতার | Bangla News

Continues below advertisement

১০৮ পুরসভার ভোটেও নিজের জায়গা বজায় রাখল তৃণমূল কংগ্রেস। মানুষকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, "মিছিল-মিটিং-বিক্ষোভ সারাজীবন করে পঙ্গু করে দিয়েছে বিরোধীরা। ৩টি পার্টি একসঙ্গে নাকি বলেছে, দেউচা করতে দেব না। বলছে, দেউচা, তাজপুর হলে আর ২০ বছর ক্ষমতায় আসতে পারব না। ইউক্রেন থেকে ছেলেমেয়েদের কেন আগে ফিরিয়ে আনা হল না। ফিরিয়ে আনা তো সরকারের কর্তব্য, বিমানে কেন ভাষণ দিচ্ছে? আমি যুদ্ধের পক্ষে নয়, শান্তির পক্ষে। একটা কোভিড যুদ্ধ হয়ে গেছে, আবার যুদ্ধ হলে মূল্য দিতে হবে। সমন্বয়ের অভাবে আমরা পিছিয়ে পড়েছি, ছাত্রছাত্রীরা এর মূল্য দিচ্ছে। সরকার আগে থেকে সব জানলে, কেন ছাত্রছাত্রীদের ফেরানো হল না?" তিনি যোগ করেন, "৩ মাস আগেই ইউক্রেন থেকে ফেরানো উচিত ছিল"।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram