Mamata Banerjee : ‘ঘটনাটা দুর্ভাগ্যজনক, শুনেছি দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল’, হাঁসখালিকাণ্ডে মন্তব্য মুখ্যমন্ত্রীর।Bangla News

Continues below advertisement

‘ঘটনাটা খারাপ, কিন্তু ছেলেটার সঙ্গে অ্যাফেয়ার ছিল। এটা ধর্ষণ না মেয়েটি অন্তঃসত্ত্বা হয়েছিল নাকি অসুখ করে মারা গেছে, দেখতে হবে। একটি বাচ্চা মেয়ে মারা গিয়েছে, যা অত্যন্ত দুঃখের। শিশু সুরক্ষা অধিকার কমিশনকে মামলাটি দেখতে বলব। তদন্তের পরে কেসটা কি ছিল, সেটা আমরা জানাব।’ হাঁসখালিকাণ্ডে (Hanskhali Incident) মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মিলন মেলা প্রাঙ্গনের নবরূপে উদ্বোধনের মঞ্চে জায়গাটির নাম 'বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গন' করার অনুষ্ঠানে হাঁসখালির ঘটনা নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘৫ তারিখ মারা গেল, সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করল না কেন? লাভ অ্যাফেয়ার্স ছিল কিনা, দেখতে হবে...’। শুনেছি দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তৃণমূলকে টানার কী দরকার? সবাই তো তৃণমূল। ছেলেটার বাবা তৃণমূল করে তো কি হয়েছে, রং না দেখে গ্রেফতার হয়েছে। একটা বাচ্চা মেয়ে মারা গেছে, নাকি রেপড হয়েছে, নাকি প্রেগন্যান্ট ছিল...। আপনি ধর্ষিতা বলবেন, না প্রেগন্যান্ট, লাভ অ্যাফেয়ার বলবেন?’ ঘটনাটা খারাপ, কিন্তু গ্রেফতার হয়েছে। প্রথমেই কেন থানায় রিপোর্ট করা হয়নি? না জানিয়ে পুড়িয়ে দেওয়া হল কেন? হাঁসখালিতে গণধর্ষণের পর খুনের অভিযোগে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। শিশু অধিকার সুরক্ষা কমিশনকে মামলাটি দেখতে বলব। তদন্তের পরে কেসটা কি ছিল, সেটা আমরা জানাব।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram