Mamata Banerjee: থ্রেট কালচারে সাসপেনশন নিয়ে আর জি কর মেডিক্যালের অধ্যক্ষকে ধমক মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'আর জি করে একসঙ্গে ৪৭জনকে সাসপেন্ড, কেন জানানো হয়নি সরকারকে?' 'অভিযোগ ন্যায্য হলে ঠিক আছে, কিন্তু আমরা কারও পড়াশোনা শেষ করতে চাই না' 'কেন নিজে সিদ্ধান্ত নিয়েছেন, এটা থ্রেট কালচার নয়?''এবার থেকে সিদ্ধান্ত নেওয়ার আগে কমিটি দেখবে'থ্রেট কালচারে সাসপেনশন নিয়ে আর জি কর মেডিক্যালের অধ্যক্ষকে ধমক মুখ্যমন্ত্রীর । এই থ্রেট কালচারের পরিবেশ থেকে মুক্তি দিতে হবে: মুখ্যমন্ত্রী । যা হয়েছে, তা কলেজ কাউন্সিলের তদন্ত কমিটি করেছে: অনিকেত । NMC গাইডলাইন মেনেই তদন্ত কমিটির সুপারিশ, দাবি গ্রিভান্স সেলের । সাসপেন্ডরা দাগি অপরাধী, অভিযোগ অনিকেত মাহাতোর । 'আগের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে হলে ২ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হত'
অ্যাকাডেমিক কাউন্সিল তৈরির আগে জানাতে হবে সরকারকে: মুখ্যমন্ত্রী

আরও খবর..

স্বাস্থ্য সচিবের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগের জন্য লিখিত আশ্বাসের দাবি জুনিয়র ডাক্তারদের। 'ডায়মন্ড হারবারে থ্রেট কালচারে অভিযুক্ত অধ্যক্ষের ঘরে তালা দিয়েছে', আর জি কর মেডিক্যালে হামলায় অভিযুক্তরা সবাই জামিনে মুক্ত। মুখ্যমন্ত্রীর কাছে সরকারের অবস্থান জানতে চাইল জুনিয়র ডাক্তাররা। 

অবশেষে মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠকের লাইভ স্ট্রিমিং। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৭জন জুনিয়র ডাক্তারকেই অনুমতি। নবান্নের বৈঠকে ৫ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, MSVP। বৈঠকে এনআরএসের সুপার, এসএসকেএমের ডিরেক্টর । থ্রেট কালচারের বন্ধে SOP, টাস্ক ফোর্সের দাবি জুনিয়র ডাক্তারদের।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram