RG Kar Protest: অধ্যক্ষের ঘরে তালা, তাহলে কোথায় সুরক্ষা? প্রশ্ন অনিকেত মাহাতোর | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: মেডিক্যাল কলেজ-হাসপাতালে যেন সুস্থ স্বাভাবিক পরিবেশ থাকে' । 'আর জি কর মেডিক্যাল বারবার একই নাম উঠে আসছে'। ''প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে ছাত্র-ছাত্রীদের হুমকি দেওয়া হয়েছে' । 'এখনও তারা কাউন্সিল, বোর্ডে থাকলে, সন্দেহের জায়গা থাকে' । 'আমরা কোনও রাজনীতির জায়গায় নেই, আমরা সুস্থ পরিবেশ চাই' । মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রক্তমাখা গ্লাভসের প্রসঙ্গ উল্লেখ জুনিয়র ডাক্তারদের

আরও খবর..

'মেডিক্যাল কলেজ-হাসপাতালে যেন সুস্থ স্বাভাবিক পরিবেশ থাকে। আর জি কর মেডিক্যাল বারবার একই নাম উঠে আসছে। প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে ছাত্র-ছাত্রীদের হুমকি দেওয়া হয়েছে। এখনও তারা কাউন্সিল, বোর্ডে থাকলে, সন্দেহের জায়গা থাকে। আমরা কোনও রাজনীতির জায়গায় নেই, আমরা সুস্থ পরিবেশ চাই', মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রক্তমাখা গ্লাভসের প্রসঙ্গ উল্লেখ জুনিয়র ডাক্তারদের

টাস্ক ফোর্সে ডাক্তারদের প্রতিনিধি আরও বাড়ানোর দাবি। কলেজ লেভেল মনিটরিং কমিটিতে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধি রাখার দাবি
'এই কমিটি যেন সিলেক্টেড না হয়, ইলেক্টেড হয়। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে যেন তদন্ত হয়', অভয়ার মৃত্যুর তদন্তে যেন সহযোগিতা করে রাজ্য: জুনিয়র ডাক্তার। আমরা সব কিছু করেছি, আমরাও চাই তাড়াতাড়ি বিচার হোক: মুখ্যমন্ত্রী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola