WB ThanksGiving Rally: ইউনেস্কোকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর, মিছিল শুরু হতেই ম্যাজিক !
Continues below advertisement
আশঙ্কা ছিল প্রবল বৃষ্টির। দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ পদযাত্রা শুরুর আগে তুমুল বৃষ্টিতে ভাসে শহর। মিছিল শুরু হতেই ম্যাজিক। ভাদ্রের আকাশ হেসে উঠল শরত্ আলোয়। ঠিক দুপুর দুটোয় মিছিল শুরুর আগে প্রথা মেনে ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। রাস্তায় নামলেন বিশিষ্টরা। ক্লাবগুলোর সঙ্গে সঙ্গে রাজপথে দেখা গেল মোহনবাগান-ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিদের। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছল রেড রোডে। ঢাকের বোলে, শঙ্খধ্বনিতে, ছৌ ও মুখোশ নাচে মেতে উঠলেন সবাই।
Continues below advertisement
Tags :
Unesco Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Mamatabanerjee