Mamata Banerjee: 'আমি নানা কাজে ব্যস্ত, তবুও এখন থেকে নিজেই সংগঠন দেখব'', সংসদীয় দলের বৈঠকে TMC নেত্রী | Bangla News

Continues below advertisement

"আমি নানা কাজে ব্যস্ত, অনেক চাপ, তবু এখন থেকে সংগঠন নিজেই দেখব। অনেকের মনে অনেক ব্যথা থাকে, তাঁরা বলতে পারেন না। কোথায় যোগাযোগ করবে, ভেবে উঠতে পারেন না। আমি সুদীপদাকে বলব, সাংসদরা কিছু বললে, সরাসরি আমাকে জানান। সাংসদরা (MP) কিছু বললে কারও মাধ্যমে নয়, আমাকে সরাসরি জানান", তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘বিধায়ক, সভাপতি, সাংগঠনিক পদে যারা আছেন, তাদের অনেক সময় ব্যথা-বেদনা থাকে। নেতাদেরও অনেক ব্যথা-বেদনা থাকে, জানাতে পারেন না। অভিযোগ শুনতে সাংগঠনিক নির্বাচনের পরে একটা দল করে দেব। আমি চাই পার্টি অফিস থেকেই পার্টি চলবে, অন্য কোথাও থেকে নয়। রুটিন, ডিউটি চার্ট করে পার্টি চলবে, যেমন করে আগে চালাতাম’, তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram