RG Kar News: ৩ ঘণ্টার টানাপোড়েনের পর ফের ভেস্তে গেল মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের বৈঠক

Continues below advertisement

মুখ্যমন্ত্রী ধর্নামঞ্চে গেলেন। ইমেল চালা-চালি হল। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও কালীঘাটে গেলেন। তবে, হল না বৈঠক। কিন্তু, ৩ ঘণ্টার টানাপোড়েনের পর ফের ভেস্তে গেল বৈঠক। বৃহস্পতিবার নবান্নের পুনরাবৃত্তি হল শনিবার কালীঘাটে। বৃষ্টি মাথায় নিয়ে শুক্রবার দুপুরে আচমকাই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে পৌঁছে গেছিলেন মুখ্য়মন্ত্রী...সন্ধেয় অঝোর বর্ষণের মধ্য়ে কালীঘাটে মুখ্য়মন্ত্রীর বাড়িতে বৈঠকের জন্য় পৌঁছে গেছিলেন জুনিয়র চিকিৎসকরাও। কিন্তু শেষ অবধি ফের ভেস্তে গেল বৈঠক। তোমাদের আমি বলছি, কেউ কেউ আমি জানি না, কারা এর মধ্যে আছো, কারা নেই, আমি তোমাদের সবাইকে বলব, রাজনীতি করো না, মানুষের স্বার্থে এস কথা বলো। যদি তোমরা কথা বলতে না চাও, তাহলে তোমাদের বলব তোমরা ভিজ না। আমাদের সরকারের তরফেও সই করে দেবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করে দেবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram