Puja Donation Refund: তালিকায় আরও এক.. রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান ফেরাল বেহালার মধ্যপাড়া আবাহনী ক্লাব
আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে পুজো অনুদান না নেওয়ার কথা জানাল বেহালার আরও একটি ক্লাব। অক্ষয় পাল রোডের মধ্যপাড়া আবাহনী ক্লাবের ৫০ বছরের পুজোয় থাকছে না জাঁকজমক। বিচার পেলে আগামী বছর উৎসব হবে, জানিয়েছেন উদ্যোক্তারা। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর ৩৫ দিন কেটে গেছে। প্রতিবাদের ঝাঁঝ একটু কমে তো নিই, বরং দিনে দিনে বাড়ছে। রাত দখল, ভোর দখল, মিছিল-ধর্না, নানাভাবে প্রতিবাদে শামিল হচ্ছে আমজনতা। একইসঙ্গে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়া ক্লাব বা পুজো উদ্যোক্তাদের তালিকাও ক্রমশ লম্বা হচ্ছে। এবার সরকারের দেওয়া ৮৫ হাজার টাকা অনুদান না নেওয়ার কথা ঘোষণা করল বেহালার অক্ষয় পাল রোডের মধ্যপাড়া আবাহনী ক্লাব
Tags :
Mamata Banerjee Durga Puja ABP Ananda ABP Ananda Live Durga Puja 2023 RG Kar Issue RG KAr News RG Kar News Update Puja Donation Return