Mamata Banerjee: নতুন তিন নাগরিক আইন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্য়মন্ত্রী মমতার | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: নতুন তিন নাগরিক আইন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের । ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় ন্য়ায় সংহিতা ও ভারতীয় সাক্ষ্য় অধিনিয়ম .। তার আগে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে নতুন তিন আইন কার্যকরের সময় পিছিয়ে দেওয়ার আর্জি মুখ্যমন্ত্রীর । নীতিগতভাবে তিন আইন নিয়ে সংসদে আলোচনারও দাবি জানিয়েছেন তিনি

 

হস্পতিবার সন্ধ্যায় দুদিনের সফরে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। সেখানে দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি শুক্রবার সকালে ১০তম আন্তর্জাতিক যোগ দিবসের (10th International Yoga Day) অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে এই প্রথম জম্মু ও কাশ্মীর সফরে গেলেন নরেন্দ্র মোদি।

শ্রীনগরের উদ্দেশে রওনা দেওয়ার আগে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "শ্রীনগরের উদ্দেশে রওনা দিলাম। ওখানে দুটি অনুষ্ঠানে যোগ দেব আমি। আজকে সন্ধ্যায় 'এমপাওয়ারিং ইউথ, ট্রান্সফর্মিং জম্মু ও কাশ্মীর' অনুষ্ঠানে যোগ দেব। যার লক্ষ্য হচ্ছে যুব সম্প্রদায়ের উন্নয়ন। ওই অনুষ্ঠানে দেড় হাজার কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পরিকাঠামো, জল সরবরাহ, শিক্ষা এবং আরও কিছু প্রকল্প রয়েছে। আর আগামীকাল সকালে আমি শ্রীনগরে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেব।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram