8AM Fatafat: সংঘাতের আবহে সৌজন্যের নজির বিধানসভায়
সংঘাতের আবহে সৌজন্যের নজির বিধানসভায়। মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ সারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সরকার মানুষের জন্য নয়, পার্টি সর্বস্ব হয়ে যাচ্ছে! বিধানসভার অধিবেশনে এই অভিযোগই করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা মুখ্যমন্ত্রী জবাব দেন, যাঁকে ভাইয়ের মতো স্নেহ করতাম, তিনি এখন এসব বলছেন!
অতিরিক্ত শূন্যপদের জন্য নির্দেশ এসেছিল শিক্ষামন্ত্রীর কাছ থেকে। তিনি আইনি পরামর্শ নেওয়ার কথাও বলেছিলেন। আইনজীবী ও অ্যাডভোকেট জেনারেল ও আইন দফতরের সঙ্গে কথা হয়।বেনামি আবেদন সংক্রান্ত মামলায় আদালতে এই দাবিই করলেন শিক্ষাসচিব মণীশ জৈন।
Tags :
Mamata Banerjee Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE Suvendu Adhikari ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News