Mamata Banerjee: 'আমরা টাকা দিচ্ছি, তাও কাজ হচ্ছে না', মন্তব্য মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: পুর-পরিষেবা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, নবান্নের বৈঠকে তীব্র ভর্ৎসনা । পুর-পরিষেবা নিয়ে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী(mamata banerjee)। 'কোথাও জবরদখল হলে, সঙ্গে সঙ্গে কেন পদক্ষেপ নয়?' কেউ টাকা খেয়ে, কেউ খাইয়ে এসব করছে: মমতা বন্দ্যোপাধ্যায় । 'এসবে রাজ্যের(west bengal) ভাবমূর্তি খারাপ হচ্ছে'। 'মানুষ উন্নয়ন না পেলে সেই পুরসভা, পঞ্চায়েত রাখার দরকার কী?' 'হাওড়া পুরসভার বারোটা বাজিয়ে দিয়ে গিয়েছে রথীন চক্রবর্তী'। 'একটা গ্রুপ তৈরি হয়েছে, খালি জায়গা দেখলেই লোক বসাচ্ছে'। 'একেই কেন্দ্র টাকা দিচ্ছে না, টাকা খাওয়ার জন্য রাজ্যের বদনাম হচ্ছে'। 'জনগণ পরিষেবা না পেলে পুরসভা করে লাভ কী?' হাওড়ায় জঞ্জাল পরিষ্কার হয় না কেন? প্রশ্ন মুখ্যমন্ত্রীর । 'বালি পুরসভায় এসডিও অমৃতা রায় বর্মন কী করছেন?' 'ইচ্ছেমতো টেন্ডার করছেন, কতটা খাচ্ছেন, নিশ্চয় দিয়ে খাচ্ছেন'। আমরা টাকা দিচ্ছি, তাও কাজ হচ্ছে না: মুখ্যমন্ত্রী। 'অর্থনৈতিক অবস্থা ভাল নয়, বারবার কেন অস্থায়ী কর্মী নেওয়া হচ্ছে?' 'যার আছে, সে পাচ্ছে, যার নেই, সে কেন পাচ্ছে না?' হাওড়া পুরসভায় দখলদারি, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর ।'জমি বণ্টন এবার কেন্দ্রীয় ভাবে, ডিএম থেকে জনপ্রতিনিধি-সবার এক অবস্থা'।'ট্যাক্স বাড়ানো, লোক বসানো ছাড়া পুরসভা কোনও দায়িত্ব পালন করছে না'। গড়িয়াহাট, হাতিবাগানে হকার নিয়ে পুরসভাকে তীব্র ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর । 'নোংরা করে রেখে দিয়েছে গোটা এলাকা'। 'বেআইনি নির্মাণ, কেন গ্রেফতার নয়? কেন ভাঙা হচ্ছে না?' 'কারও কারও অভ্যেস হয়ে গিয়েছে, ডিএম, এসডিও, আইসি হলে সঞ্চয় করে নিই'। 'সল্টলেকে সুজিত বসু লোক বসাচ্ছে, ছবি দেখালে লজ্জা পাবেন'। 'কত টাকার বিনিময়ে সল্টলেকে জবরদখল, কেন কাজ করছে না পুরসভা?'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram