MamataBanerjee: 'রাজারহাটে হকারদের জন্য সার্ভে করে আলাদা জায়গা দেখা হোক', বললেন মমতা

Continues below advertisement

ABP Ananda Live : রাজারহাটে হকারদের জন্য সার্ভে করে আলাদা জায়গা দেখা হোক । হকার উচ্ছেদ লক্ষ্য নয় ।  হকারির জায়গায় গোডাউন তৈরি করে ফেলছে । হকার ইউনিয়নগুলোর দেখা উচিত'এক একজন হকার চারটি করে ডালা বসাচ্ছে । একজন হকার একটিই জায়গা পাবেন । পুলিশ, হকার নেতারা গরিব হকারদের কাছে থেকে চাঁদা তুলবেন না । গড়িয়াহাটে তো হাঁটারই জায়গা নেই । বহিরাগতদের জায়গা দেওয়া যাবে না । বলছি না হকারদের সরিয়ে দেওয়া হোক, একটা নির্দিষ্ট জোন করা হোক । বেআইনি কিছু হলে পুলিশ, ডিএম যেই হোক, ছাড়া হবে না । হকার জোনের পাশে কোনও বিল্ডিংয়ে অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখা হোক । নেতা-পুলিশ লোভ সংবরন করুন। প্রথমে বসাবেন, তারপর বুলডোজার দিয়ে তুলবেন, হবে না। যে নেতার জায়গায় এটা হবে, সে গ্রেফতার হবে । কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই । নগরোন্নয়ন সচিব, পুর সচিব জেলায় জেলায় ঘুরে হকার জোন ঠিক করবেন । বিপজ্জনক বাড়ি সংস্কার না হলে, অধিগ্রহণ করে নিতে হবে । আদালতকে বোঝাতে হবে, মানুষের প্রাণ সবার আগে । বিপজ্জনক বাড়ি কেনার জন্য একটা তহবিল গড়ার কথা ভাবা হবে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram