Mamata Banerjee: 'হম ঝুকেঙ্গে নহি!'...২৪’ নিয়ে বিজেপি-কে চ্যালেঞ্জ মমতার

Continues below advertisement
যোগ্যতা প্রমাণে হাতে সময় থাকা সত্ত্বেও আগেভাগে জাতীয় দলের মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন সরাসরি (TMC)। এ বার আসন্ন লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024) নিয়ে সরাসরি বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। তাঁর দাবি, নির্বাচন কমিশন থেকে ইডি, সিবিআই, যাকে খুশি ধরুক, ২০২৪-এর লোকসভা নির্বাচনে ২০০ পার করতেই হিমশিম খেতে হবে বিজেপি-কে (BJP)।

বুধবার সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানেই কড়া ভাষায় বিজেপি-কে আক্রমণ করেন তিনি। বলেন, "হাতে ক্ষমতা রয়েছে বলে যা ইচ্ছা করে যাচ্ছে। ক্ষমতা কিন্তু সাময়িক। চেয়ারে লোক আসবে যাবে। গণতন্ত্র রয়ে যাবে চিরকাল। সংবিধানকে সংশোধন করা যেতে গেলেও, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া যাবে না। ২০২৪-এর নির্বাচনে ওরা জিতবে না। আসবে না।"

২০২১-এ বঙ্গ বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে মমতা বলেন, "বাংলায় স্লোগান দিয়েছিল, 'অব কি বার, ২০০ পার'। দিল্লিতে এ বার দেখুন, ২০০-ও পার হবে না।  কোন জাদুকর এসে করবে! ভোট লুঠ করার অনেক রকম পরিকল্পনা আছে। ইলেক্ট্রনিক বোটিং মেশিন নিয়েও সন্দেহ রয়েছে। নির্বাচন কমিশব, ইডি, সিবিআই দিয়ে সব অফিসার চেঞ্চ করাবে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram