Mamata on Govt Portal: সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে ওয়েব পোর্টাল চালু, আধার নিয়ে ঘোষণা মমতার

আধার কার্ড (Aadhaar Card) নিয়ে শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য (West Bengal) সংঘাত। 'আধারের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার (WB Govt), সরকারি সব সুযোগ-সুবিধা মিলবে। এই গা-জোয়ারি আমরা মানি না, প্রধানমন্ত্রীকে চিঠি দেব। এটা অসম, উত্তরপ্রদেশ, বিহার নয়, এটা বাংলা। এখানে এনআরসি, ডিটেনশন কার্ড করতে দেব না। আধার কার্ড বাতিল হলে কেন বিজেপির পার্টি অফিসে জানাতে হবে? সরকারকে জানাবে না তো আর কাকে জানাবে?' প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola