Suvendu Adhikari: 'সন্দেশখালিতে যেতে পারবেন শুভেন্দু', প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি কৌশিক চন্দ
'সন্দেশখালিতে যেতে পারবেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালির যেখানে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে সেখানে যেতে পারবেন বিরোধী দলনেতা', প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি কৌশিক চন্দ।
'রাজ্য বলতে পারে না যে কোনও নির্দিষ্ট ব্যক্তি সন্দেশখালি যাবেন না। প্রশাসন অবশ্যই বিধি নিষেধ আরোপ করতে পারে, কিন্ত যাবেন না এটা বলতে পারে না', বিধিনিষেধ গ্রহণযোগ্য কি না বা সেখানে ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না খতিয়ে দেখবে আদালত, মন্তব্য বিচারপতি কৌশিক চন্দের। শুভেন্দু এলাকার বাসিন্দা নন, অনেক দূরে থাকেন, সওয়াল রাজ্যের আইনজীবীর।
Tags :
Sandeshkhali Suvendu Adhikari ED Seikh Sahajahan BJP Alleges TMC TMC On Sandeshkhali Calcutta Highcourt On Sandeshkhali