Mamata Banerjee: 'কাজে ফিরুন, এটাই আমার শেষ চেষ্টা, ভরসা করলে বিচার পাবেন', ধর্নামঞ্চ থেকে বার্তা মমতার
Continues below advertisement
আন্দোলন, কর্মবিরতির ৩৫ তম দিনে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে গেলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে উঠল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। প্রথমেই বলেন, আন্দোলনকে কুর্নিশ জানাই, আন্দোলনের ব্যথা আমি বুঝি, আমিও ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি। এত ঝড়জলের মধ্যে এভাবে রাস্তায় বসে আছেন বলে আমিও ঘুমহীন রাত কাটাচ্ছি। আপনারা কাজে ফিরুন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দাবিগুলো নিয়ে ভাবব, জুনিয়র চিকিৎসকদের কাছে সময় চাইলেন মুখ্যমন্ত্রী।
Continues below advertisement
Tags :
Junior Doctors Protest RG Kar Incident Kolkata Doctors Protest Kolkata Doctor Protest RG KAr News RG KAR Kolkata Doctor Case Kolkata Junior Doctors Protest Political Tensions Rise In Bengal Junior Doctors Protest Live