Mamata Banerjee: 'উত্তরবঙ্গ থেকে ওরা এত জনপ্রতিনিধি পেয়েছে, তবুও বঞ্চনা নিয়ে কথা নেই কেন?' : মমতা

Continues below advertisement

গঙ্গা ভাঙন থেকে বন্য়া নিয়ন্ত্রণ, তিস্তা চুক্তি থেকে ভুটানের জলের জেরে উত্তরবঙ্গে বন্য়া পরিস্থিতি, বিধানসভায় একাধিক বিষয় উত্থাপন করলেন মুখ্য়মন্ত্রী। সেই সঙ্গে বাজেটে বন্য়া নিয়ন্ত্রণে বাংলার বঞ্চনার অভিযোগ নিয়েও সরব হলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

বিজেপির কেউ উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব পরিষদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিচ্ছেন। কেউ আলাদা গ্রেটার কোচবিহার রাজ্য় চেয়ে সরব হচ্ছেন।
যাকে হাতিয়ার করে, পদ্ম শিবিরের বিরুদ্ধে, রাজ্য় ভাগে ইন্ধন দেওয়ার অভিযোগে সরব তৃণমূল। আর এই আবহে, উত্তরবঙ্গেরই বন্য়া সমস্য়া নিয়ে, বিধানসভায় মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সোমবার তিনি বলেন, কেন্দ্রীয় বাজেটে বন্য়া নিয়ন্ত্রণে প্রতিবেশী রাজ্য়ের সবাই কেন্দ্রীয় বরাদ্দ পেলেও, পশ্চিমবঙ্গ পায়নি। ভুটান থেকে আসা জলে প্রত্য়েক বছর সমস্য়ায় পড়তে হয় উত্তরবঙ্গকে। উত্তরবঙ্গ থেকে ওরা এত জনপ্রতিনিধি পেয়েছে। তবুও বঞ্চনা নিয়ে ওদের কোনও কথা নেই কেন?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram