Mamata Banerjee :'দুর্গতদের সাহায্যের জন্য কন্ট্রোল রুম খুলে দেওয়া হবে', প্লাবন-আশঙ্কার মধ্যেই বার্তা মুখ্যমন্ত্রীর
দফায় দফায় বৃষ্টি ও ডিভিসি ( DVC ) জল ছাড়ায়, উদয়নারায়ণপুরে ( Udaynarayanpur ) প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। সিকিমে ( Sikkim ) ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। নর্থ সিকিমের ( North Sikkim ) লোনাক লেকে, মেঘভাঙা বৃষ্টি। তার জেরে চুংথাম বাঁধ ভেঙে ভয়াল আকার নিয়েছে তিস্তা। নদীতে প্রবল জলোচ্ছ্বাস। জলস্তর ১৫ থেকে ২০ ফুট বেড়ে গেছে। এর মধ্যে ফের ১ লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে ডিভিসি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী জানালেন, 'প্রাকৃতিক বিপর্যয় চলছে। আমাদের সবরকমভাবে এর মোকাবিলা করার চেষ্টা করতে হবে। দুর্গতদের সাহায্যের জন্য কন্ট্রোল রুম খুলে দেওয়া হবে'