Mamata Banerjee: ভোটার তালিকা নিয়ে ৭ দিনের মধ্যে জেলায় কোর কমিটি : মমতা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভোটার তালিকা নিয়ে ৭ দিনের মধ্যে জেলায় কোর কমিটি। নেতৃত্বে সুব্রত বক্সি। থাকছে অভিষেকও। ৩ দিন অন্তর দিতে হবে রিপোর্ট। কোথাও বাধা পেলে জানাতে হবে কমিটিকে, নির্দেশ মমতার।
টিকিট কাটাকে ঘিরে ব্যান্ডেল স্টেশনে উত্তেজনা
টিকিট কাটাকে ঘিরে ব্যান্ডেল স্টেশনে উত্তেজনা। ব্যান্ডেল স্টেশনে ১ নম্বর কাউন্টারে ভাঙচুর। মত্ত যুবকদের তাণ্ডব, ভেঙে দেওয়া হয় টিকিট কাউন্টারের কাচ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত আরপিএফ জওয়ান। রেল পুলিশের জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ।
CBI-এর ২৮ পাতার চার্জশিটের ২ জায়গায় আমার নাম। বাকি আর কিছু নেই। বিজেপির মতই CBI-ED ভাববাচ্যে এখন কথা বলছে। আদালতে প্রমাণ দিন, আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে ফাঁসির মঞ্চে মৃত্যু বরণ করবো। নেতাজি ইন্ডোরে বিজেপিকে নিশানা অভিষেকের।