Mamata Banerjee: সোমবারের পর ফের NRC-ইস্যুতে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও কি NRC ইস্য়ুকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল? সোমবারের পর মঙ্গলবারও NRC-ইস্যুতে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, নতুন করে ভোটার লিস্ট তোলার নামে NRC চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন বাংলায় আমরা ১ জনও ভোটার লিস্টে নাম তুলতে যেন বাদ না রাখি। পাল্টা শুভেন্দু অধিকারীর দাবি, ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী।
আরও খবর...
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় আবাসিক স্কুলের আদিবাসী ছাত্রীর রহস্যমৃত্যু। হস্টেলের শৌচাগার থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, সহপাঠী এবং সিনিয়দের অত্যাচারে এই সিদ্ধান্ত। সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা। স্কুল কর্তৃপক্ষের দাবি, এ ব্যাপারে ছাত্রীর তরফে কোনও অভিযোগ করা হয়নি।
পরিবারের দাবি, সহপাঠী এবং সিনিয়দের অত্যাচারে এই সিদ্ধান্ত। সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা। স্কুল কর্তৃপক্ষের দাবি, এ ব্যাপারে ছাত্রীর তরফে কোনও অভিযোগ করা হয়নি। আবাসিক স্কুলের হস্টেলে একাদশ শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে রহস্য। সোমবার হস্টেলের শৌচাগারে মেলে ঝুলন্ত দেহ।সঠিক তদন্তের দাবিতে হস্টেলের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ওই আদিবাসী ছাত্রীর বাড়ি খড়গপুরে। নবম শ্রেণি থেকে পূর্ব মেদিনীপুরের আবাসিক স্কুলে পড়াশোনা করত ওই কিশোরী। বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী হস্টেলে থাকত।