Mamata Banerjee : '২৩ তারিখ থেকে মাধ্যমিক, কেউ বন‍্ধ করলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে' বার্তা মমতার।

Continues below advertisement

'৩ মাস পরপর দুয়ারে সরকার হয়। দুয়ারে সরকারে ৯ কোটির বেশি লোক এসেছেন, সাড়ে ৭ কোটির বেশি মানুষ দুয়ারে সরকারের পরিষেবা পেয়েছেন, আজকের সভা থেকে ২ লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হল।' বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee)।

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, 'আজ থেকে বাইরে কোনও কর্মসূচি করা যাবে না, কেউ রাস্তায় বসে পড়ল, আর পড়ুয়ারা পরীক্ষা দিতে পারল না, তার দায় কে নেবে? বাংলায় বন‍্ধের সংস্কৃতি উঠে গিয়েছে। পরিষ্কার করে বলছি, কোনও বন‍্ধ হবে না। আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু কোনও বন‍্ধ চলবে না।

সভার জন্য বিশেষ ছাড়পত্র নেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, '২৩ তারিখ থেকে পরীক্ষা আছে, কেউ বন‍্ধ করলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে','পরিষ্কার করে বলে দিচ্ছি, আমরা বঙ্গ ভঙ্গ করতে দেব না', 'বাংলায় কোনও বন‍্ধ হবে না','কারখানা চলবে, রাস্তা সচল থাকবে' ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram