Mamata Banerjee: সুপার পাহারাদারি রাজ্যপাল! রাজ্যভবন থেকে পেগাসাস দিয়ে নজরদারি চালানো হচ্ছে: মমতা | Bangla News

Continues below advertisement

ট্যুইটারে রাজ্যপালকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "বাধ্য হয়েছি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যপালকে ব্লক করতে। এরজন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু বারবার প্রধানমন্ত্রীকে বলেছি। নিজেকে কী ভাবেন রাজ্যপাল, সুপার পাহারাদারি রাজ্যপাল (Jagdeep Dhankar)! বারবার বিরক্ত করছেন, তাই ট্যুইটারে ব্লক করেছি রাজ্যপালকে। সবাইকে ভয় দেখাচ্ছেন রাজ্যপাল, প্রত্যেকটা বিল আটকে দিয়েছেন। রাজ্যপালের প্রশ্রয়ে বিজেপির গুন্ডারা লোক মারছে। প্রতিদিন রাজ্যপালের উস্কানি, বাধ্য হয়েই ট্যুইটারে ব্লক করেছি। ৪টি চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi), কেন পদক্ষেপ করা হয়নি? আগামী দিনে সিদ্ধান্ত নেবেন সাধারণ মানুষ, বিধানসভা, সংসদ। মা ক্যান্টিন নিয়ে প্রশ্ন তুলছেন, তাজ বেঙ্গল থেকে রোজ খাবার আসছে রাজভবনে! রাজ্যভবন থেকে পেগাসাস (Pegasus) দিয়ে নজরদারি চালানো হচ্ছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram