Mamata Banerjee: এই বিপুল ভোটে জয় আমাদের মানুষের কাজ করতে এগিয়ে দেবে: মমতা | Bangla News

Continues below advertisement

১০৮টি পুরসভার তৃণমূল কংগ্রেস একাই জয়ী জল ১০২টি পুরসভায়। এই বিষয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "আমি বেনারস যাচ্ছি। কাল অখিলেশ যাদবের প্রচারে অংশগ্রহণ করছি। যাওয়ার আগে আজ বাংলার মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। আমি মানুষের আশীর্বাদ নিয়ে উত্তরপ্রদেশ যাচ্ছি। মানুষকে কৃতজ্ঞতা। কিছু বুথে ইভিএম নিয়ে সমস্যা হয়েছে। গতকাল দুই জায়গায় পুনর্নিবাচন হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, বর্ধমানে কিছু হয়নি। কোথাও কিছু ঘটেনি, মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। দার্জিলিঙে আমরাও খাতা খুলেছি, ৫টি দলের সঙ্গেই আমাদের সুসম্পর্ক। আগামী দিনে জিটিএ নির্বাচন হবে, পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রকে বলেছি। দার্জিলিঙে পঞ্চায়েত ভোটের জন্য বলেছি, কেন্দ্রের জন্য আটকে আছে। জয়নগরে তৃণমূল কখনও পুরসভার ভোটে জেতেনি। এই বিপুল ভোটে জয় আমাদের মানুষের কাজ করতে এগিয়ে দেবে। যত জিতব, ততই যেন আমরা নম্র হই। মানুষের ছোটখাট কাজ যেন এলাকাতেই হয়ে যায়।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram