Mamata Banerjee: হকার বসানো প্রসঙ্গে এবার কাউন্সিলরদের হুঁশিয়ারি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। ABP Ananda Live
West Bengal News: জবরদখল নিয়ে এবার গ্রেফতারির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বললেন, যে কাউন্সিলরের এলাকায় হবে, তাঁকেই গ্রেফতার করা হবে। শুধু তাই নয়, পুলিশকেও গ্রেফতারির হুঁশিয়ারি শোনা গেল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়। এদিকে, হকার বসানো প্রসঙ্গে মুখ্য়মন্ত্রীর ধমক নিয়ে, তৃণমূলকেই আক্রমণ শানাল বিজেপি।
এ যেন শাসক-বিরোধী সুর মিলেমিশে একাকার। কে শাসক আর কে বিরোধী বুঝে ওঠাই দায়। মুখ্য়মন্ত্রীর নির্দেশে রাজ্য়জুড়ে জবরদখল উচ্ছেদের পর বিরোধীরা বলছিল, হকারতো একদিনে বসেনি, বহুদিন ধরে তাদের বসানো হয়েছে। নেপথ্য়ে রয়েছেন তৃণমূলের স্থানীয় নেতারা। যাঁরা নিয়মিত হকারদের থেকে টাকা তোলেন। আর এবার কি খোদ মুখ্য়মন্ত্রীর মুখেও উঠে এল সেই সুরই? তাই কি কাউন্সিলদের প্রয়োজনে গ্রেফতারের হুঁশিয়ারি দিলেন তিনি?
কাউন্সিলরদের গ্রেফতারির হুঁশিয়ারি মুখ্য়মন্ত্রীর....সোমবার তিনি ছিলেন রনংদেহী... বৃহস্পতিবারও তিনি অগ্নিশর্মা...সোমবার, নজিরবিহীনভাবে, তৃণমূলের নেতা-মন্ত্রী, থেকে শুরু করে পুরসভা-পুলিশ-প্রশাসনকে নাম ধরে ধরে ভর্ৎসনা করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়...আব বুধবার, একটু নরম হলেও, শোনা গেল গ্রেফতারি হুঁশিয়ারি!!!