Mamata Banerjee: 'ব্যবস্থা নিলে কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে', জুনিয়র ডাক্তারদের প্রছন্ন হুঁশিয়ারি মমতার
ABP Ananda Live: ব্যবস্থা নিলে কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। আর জি কর-কাণ্ডে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানালেও প্রছন্ন হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, নিজেদের অবস্থানে অনড় থেকে আজ শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাঁরা জানিয়ে দিলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
৯ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণ! ১৪ অগাস্ট আর জি কর মেডিক্য়ালে তাণ্ডব...! এই প্রেক্ষাপটে
দোষীদের চরমতম শাস্তি! কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড-সহ একাধিক দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। চলছে লাগাতার আন্দোলন।
আন্দোলনের ২০-তম দিনে বুধবার শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। আর জি কর মেডিক্য়াল কলেজের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থাকতে উত্তরপ্রদেশের মথুরা থেকে সাইকেল চালিয়ে কলকাতায় এসেছেন নার্সিং পড়ুয়া এক যুবক।